কবিতাঃ কে তুমি

কে তুমি!
এত চেনা!
ধীর, স্থির, সুনয়না সদা লাস্যময়ী
কে তুমি?

এতদিন কোথায় লুকিয়ে ছিলে?
কেনইবা এলে ফিরে এ ধরায়
আমারি সম্মুখে--
দেবী কিবা শ্রেষ্ঠতম হুর হয়ে!

আমার যে অনেক সময় পেরিয়ে গেছে
অনেক অপেক্ষায় ছিলাম আমি,
তুমি আস না, তুমি এলে না
তুমি একেবারেই এলে না!
ভেবেছি তখন--
তুমি কোন দিনও আর আসবে না।


তবে, হঠাৎ কেন এ সূর্যোদয়!
আমি কি তন্দ্রাচ্ছন্ন নাকি নিদ্রায়?
এই, তুমি আমায় চিমটি কেটে দাও
দেখতো, আমি কি জীবিত না মৃত?
জীবিত?
তবে তুমি?
না, না, আর ভাবতে চাইনা
কেন এলে? কেন এলে?
বোধহয়, না এলেই ভাল ছিল।

No comments:

Post a Comment